
টাকা না পেলে গুগল-ফেসবুককে খবর নয়, আইন আনছে অজিরা
যার-তার খবর নিয়ে নিজেদের প্ল্যাটফর্ম ভরাচ্ছে গুগল আর ফেসবুক। সেই খবর দেখিয়ে একই সঙ্গে বিপুল অঙ্কের বিজ্ঞাপনী প্রচারও সেরে ফেলা হচ্ছে তালেগোলে। কিন্তু যে উৎস থেকে খবর আসছে, তার শুধু নামটাই সাইটে দেওয়া থাকছে। পারিশ্রমিকের বেলায় হাত দিয়ে 'জলও' গলছে না।
অন্যদের সাংবাদিক-সহ খবর তৈরির সম্পূর্ণ পরিকাঠামো ব্যবহার করার পরেও গুগল-ফেসবুকের তরফে এ রকম বিমাতৃসুলভ আচরণের বিরোধ করে আসছিল একাধিক দেশের অসংখ্য সংবাদসংস্থা। বিষয়টি নিয়ে মামলাও চলছে একাধিক দেশের আদালতে। সেই বিবাদে নতুন মাত্রা টেনে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, এই বিষয়ে নতুন খসড়া আইন আনা হচ্ছে। যার মোতাবেক, গুগল-ফেসবুক'সহ যে কোনও সংস্থাকেই স্থানীয় কোনও সংবাদমাধ্যমের খবর (কন্টেন্ট) ব্যবহার করতে হলে তার জন্য নির্দিষ্ট মূল্য চোকাতে হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- খবর
- আইনের খসড়া
- গুগল
- ফেসবুক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৫ মাস আগে