মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শনে সম্মতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বন্ধ করেনি।
গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে গেছে’ বলে মনে করছেন তিনি। অবশ্য তিনি স্বীকার করেছেন, ইরান অন্য জায়গায় পরমাণু কর্মসূচি আবার শুরু করতে পারে।
ট্রাম্প আরও বলেন, আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে আসছেন। সেখানে নেতানিয়াহুর সঙ্গে তাঁর আলোচনার মূল আলোচ্য বিষয় হবে গাজায় যুদ্ধবিরতি।
হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদ্যাপন শেষে নিউ জার্সি অঙ্গরাজ্যে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, তারা (ইরান) অন্য কোথাও (পরমাণু কর্মসূচি) শুরু করতে বাধ্য হবে। আর যদি তারা শুরু করে, তাহলে সেটা আরেকটি সমস্যা হবে।’