You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশি জঙ্গি চক্র ভেঙে গেলেও দেশি-বিদেশি হুমকি এখনো আছে: মালয়েশিয়ার পুলিশ

মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি জঙ্গি চক্র ভেঙে দিয়েছে। চক্রটি মালয়েশিয়ায় বাংলাদেশিদের মধ্যে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছিল। এই অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তারা বলছেন, আপাতত একটা চক্র ভেঙে দেওয়া গেলেও দেশি–বিদেশিদের নিয়ে এমন চক্রের বিষয়ে সতর্ক থাকতে হবে।

মালয়েশিয়ার বুকিত আমান পুলিশের স্পেশাল ব্রাঞ্চ-১ এর ডেপুটি ডিরেক্টর দাতুক আহমদ রামদান দাউদ আজ শনিবার সাংবাদিকদের বলেন, এপ্রিল মাসে শুরু হওয়া অভিযানে তাঁদের আটক করা হয়। কিন্তু জঙ্গিবাদী তৎপরতার নতুন সম্ভাব্য হুমকির দিকে নজর দিচ্ছে পুলিশ, যা স্থানীয় বা বিদেশি— যেকোনো দিক থেকে হতে পারে।

রামদান দাউদ বলেন, ‘এ মুহূর্তে আমি বলতে পারি, বাংলাদেশের জন্য হয়তো বিষয়টি শেষ। কিন্তু অন্যদের বিষয়ে এখনো অনুসন্ধান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ধরনের সংগঠন মালয়েশিয়া বা অন্য কোনো দেশি লোকদেরও জড়াতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন