যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় ২০ কিশোরী এখনো নিখোঁজ রয়েছে।
নিখোঁজ কিশোরীরা একটি খ্রিস্টান সামার ক্যাম্পে অংশ নিয়েছিল, যেখানে মোট ৭০০ জন শিশু উপস্থিত ছিল বলে জানা গেছে।
প্রচণ্ড বৃষ্টিপাত ও হঠাৎ বন্যার কারণে অনেক রাস্তা ধসে গেছে এবং ফোন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।