২ অগস্ট সোহিনী সেনগুপ্ত-সপ্তর্ষি মৌলিকের বিয়ের সপ্তম বছর। প্লাস, ছোটপর্দায় আবার ফিরছেন অভিনেত্রী, ‘খড়কুটো’ ধারাবাহিকে। নতুন মেগা, বিয়ের বছর, নেপোটিজম এবং টেলিপাড়ায় করোনা সংক্রমণ নিয়ে ভর দুপুরে জমিয়ে আড্ডা দিলেন আনন্দবাজার ডিজিটালের সঙ্গে। কে বলে সোহিনী অলস?