তীরভাঙা ঢেউ আর নীড়ভাঙা নদী
টেলিভিশনের পর্দায় নদীভাঙনের শিকার অসহায় মানুষগুলোর কান্না দেখে নিজেকে অভিশাপ দিতে ইচ্ছা করে—আমরা তাঁদের জন্য কি কিছু করেছি? মানুষ জানে, বিপদের সময় রাষ্ট্র তাঁদের পাশে দাঁড়ায় না। আমরা উন্নয়নের জাল বুনতে থাকি, অর্জনের ফানুস ওড়াই। হতভাগা মানুষের কান্না চাপা পড়ে থাকে ক্রোড়পত্রের আড়ালে। লিখেছেন মহিউদ্দিন আহমদ।