করোনা টেস্টে হয়রানির ঈদ!
বহুল সমালোচিত এবং বিতর্কিত সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান লন্ডন যেতে চেয়েছিলেন। কিন্তু যেতে পারেননি। যেতে পারেননি করোনা জটিলতায়। ঐশী খান বিমানবন্দর থেকে ফিরে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল শুরু হয়েছে। টার্গেট অবশ্য ঐশী খান নন, তার বাবা শাজাহান খান। সবচেয়ে ভালো ট্রল হলো ‘বাপকা বেটি’। অনেকেই বলছেন, বাপ যেমন গরু-ছাগল চেনা মানুষকেই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পক্ষে, মেয়েও তেমন ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ার পক্ষে। কিন্তু পরে জানলাম, ব্যাপার তা নয়। সরকারের দেওয়া করোনার নেগেটিভ সনদ নিয়েই তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর জানতে পারেন, আসলে তিনি করোনা পজিটিভি। ল্যাবের ভুলে আগে নেগেটিভ পেয়েছিলেন। আগে জানতাম, পাপ বাপকেও ছাড়ে না। এখন দেখছি, বাপের পাপ মেয়েকেও ছাড়ে না। নইলে কোনও অন্যায় না করেও ঐশী খান সামাজিক যোগাযোগমাধ্যমে যে পরিমাণ হেনস্তার শিকার হলেন, তা রীতিমতো অন্যায়।