রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির পশুর হাট ও ঈদযাত্রায় সাধারণকে লক্ষ্য করে সক্রিয় হয়েছে মলম ও অজ্ঞান পার্টি। কৌশলে তারা অনেকের টাকা-পয়সা ও মূল্যবান সম্পদ হাতিয়ে নিচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির আট জন সদস্যকে আটক করেছে লালবাগের কোতোয়ালি জোনাল গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটককৃতদের কাছ থেকে ১০০ পিস চেতনানাশক ট্যাবলেট, ৪টি তরল (মুভ) স্প্রে বোতল, ৪টি নিক্স মলমের কৌটা ও ৩০ গ্রাম মরিচের গুঁড়া জব্দ করেছে। উদ্ধার হওয়া সামগ্রী দেখলে বোঝা যায়, তারা শুধু খাবারের সাথেই মিশিয়েই জনগণকে বোকা বানানোর মধ্যে নেই। অনেকটা বলপ্রয়োগ করে স্প্রে নয়তো মলম মেখে দিয়ে শিকারকে ঘায়েল করার পদ্ধতি নিয়ে থাকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.