নিজের ‘হাতের পাঁচ আঙুল’ গোটাচ্ছে চীন
সারা দুনিয়া যখন কোভিড-১৯ মোকাবিলা করতে গিয়ে জেরবার হচ্ছে, তখন যে দেশে এ মহামারির উৎপত্তি হয়েছে, সেই চীন আধিপত্য বিস্তারের জন্য অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি মরিয়া হয়ে উঠেছে। হিমালয় থেকে হংকং এবং তিব্বত থেকে পূর্ব চীন সাগর—সবখানেই দেশটি এত আগ্রাসী হয়ে উঠেছে যে মনে হচ্ছে মাও সে তুং যেখানে এ আগ্রাসনের সমাপ্তি টেনেছিলেন, সেখান থেকে সি চিন পিং শুরু করেছেন। তিনি নিজের দেশে বিরুদ্ধ মতাবলম্বীদের ওপর নৃশংস অত্যাচার চালান, নিবর্তনমূলক আইন পাস করে হংকংয়ের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছেন, উইঘুর মুসলমানদের ধরে আটককেন্দ্রগুলো ভরে ফেলেছেন এবং আজীবন ক্ষমতায় থাকার জন্য আইন পাস করে নিয়েছেন।