চাঁদপুরে গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জে গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টায় ফরিদগঞ্জ পৌরসভার পেট্রোল পাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- মো. জিসান ও রাসেল মিয়া। তাদের বাড়ি উপজেলার গোবিন্দুপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর এলাকায়। দুর্ঘটনার পরপরই পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটি লক্ষ্মীপুর জেলার দালালবাজার এলাকা থেকে আটক করেছে।