কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজধানীতে বসলো ১৭ পশুর হাট

সংবাদ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ২৩:২৮

করোনা সংকটে নানা আশঙ্কার মধ্যে ঢাকায় এবার ১৭টি কোরবানির পশুর হাট বসছে। হাটের শর্ত ভেঙে ইতোমধ্যেই অনেক স্থানে বসে পড়েছে অস্থায়ী এসব হাট। করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির নির্দেশনা উপেক্ষা করেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসেছে এসব হাট। সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও কোন হাটেই করোনা সংক্রমণ ঠেকাতে ন্যূনতম পদক্ষেপও দেখা যাচ্ছে না।

ধর্মীয় ও সার্বিক দিক বিবেচনায় নিয়েই গতবারের তুলনায় এবার ৩০ শতাংশ হাট কম বসানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী। আবাসিক এলাকার আশপাশে হওয়ায় সংক্রমণ ছড়ানোর ভীতিতে আছেন রাজধানীবাসী। পশু কোরবানি ও মাংস বিতরণের সময় বিপুল লোকসমাগমের বিষয়টিও আতঙ্কিত করছে নগরবাসীকে। সিটি করপোরেশন সংশ্লিষ্টরা বলছেন, মাস্ক পরিধান এবং ক্রেতা-বিক্রেতার দূরত্ব নিশ্চিতসহ হাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনে ব্যবস্থা নেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও