You have reached your daily news limit

Please log in to continue


বেফাকের গঠনতন্ত্রে সংশোধন জরুরি

দেশের কওমি মাদরাসাসমূহের সার্বিক মানোন্নয়ন এবং মাদরাসাগুলোকে বৃহৎ ঐক্যের আওতায় নিয়ে আসতে গঠিত হয় ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। ’ বাংলায় ‘বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড’ আর সংক্ষেপে ‘বেফাক’ নামে এ বোর্ড বেশি পরিচিত। ১৯৭৮ সালে বেফাক প্রতিষ্ঠার পরপরই রচিত ও গৃহীত হয় বেফাকের মূল গঠনতন্ত্র। পরর্বতীতে ১৯৮০ সালের লালকুঠী কাউন্সিলে গৃহীত হয় ১ম সংশোধনী, একই সালের ৫ সেপ্টেম্বর গৃহীত হয় ২য় সংশোধনী, ১৯৮৫ সালে গৃহীত হয় ৩য় সংশোধনী, ১৯৯২ সালে গৃহীত হয় ৪র্থ সংশোধনী। সর্বশেষ ১৯৯৯ সালে গৃহীত হয় ৫ম সংশোধনী। এর পর দীর্ঘ একুশ বছরে আর গঠনতন্ত্রে কোনো সংশোধনী আনা হয়নি। তবে, বেফাকের একাধিক দায়িত্বশীল জানিয়েছেন, আবারও গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া চলছে। এমতাবস্থায় বেফাকের সর্বশেষ গঠনতন্ত্রের আলোকে কিছু পর্যবেক্ষণ, সুপারিশ ও অভিমত পেশ করা হলো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন