ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আবু ইউছুফ ভুঞা বাদলকে শুক্রবার দুপুরে দুস্থ নারীদের ভাতার কার্ড দেওয়ার নামে ঘুষ গ্রহণকালে হাতে নাতে আটক করেছে র্যাব। পৌর এলাকার পূর্ব মধুপুরে অবস্থিত কাউন্সিলর অফিস থেকে তাকে আটক করা হয়। এ সময় র্যাব তার কাছ থেকে ঘুষের ৪৮ হাজার টাকা উদ্ধার করে।
র্যার ফেনীর কমান্ডার মো. নুরুজ্জমান জানান, দুপুর ১টার দিকে কাউন্সিলর তার অফিসে বসে বিভিন্ন প্রকল্পের সরকারি ভাতার কার্ড বিতরণ করছিলেন। প্রতিটি কার্ডের জন্য দুস্থদের কাছ ৩ থেকে ১০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল ছদ্মবেশে অফিসে উপস্থিত হয়ে কাউন্সিলর বাদলকে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ঘুষের নগদ ৪৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। উপস্থিত নারীরা তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.