বাবরি মসজিদ ধ্বংস মামলায় মুরলী মনোহর যোশিকে ১০৫০ প্রশ্ন বিচারকের

কালের কণ্ঠ ভারত প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৭:১৫

১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস মামলায় নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন বিজেপির সাবেক সভাপতি মুরলী মনোহর যোশি। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে এই বর্ষীয়ান বিজেপি নেতাকে ১০৫০টি প্রশ্ন করেন বিচারক। তাঁকে ষড়যন্ত্র করে এই মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন যোশি।

বিশেষ সিবিআই আদালতের বিচারকের কাছে বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত ছিলেন না বলে দাবি করেন বিজেপির সাবেক সভাপতি মুরলী মনোহর যোশি। কর সেবকদের মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রে মুরলী মনোহর যোশি যুক্ত ছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস করা হয় বাবরি মসজিদ। রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করে এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন যোশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও