
সিলেটের দুজনসহ চক্রের ছয় সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র
লিবিয়ায় মানব পাচারের মামলায় সিলেটের স্থানীয় দুই ট্রাভেল ব্যবসায়ীসহ আন্তর্জাতিক মানব পাচার চক্রের ছয় সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আহমদের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াডের পরিদর্শক মো. শহিদুল ইসলাম খান।