
বাঁচতে হলে পরতে হবে
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ থামছে না। বাড়ছে মৃত্যুরমিছিল ও শনাক্তের সংখ্যাও। গতকাল বুধবার পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৭৫১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ২৫৪ জনে। ছোঁয়াচে এ রোগের কোনো প্রতিষেধক নেই। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উপায়।
মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, উপসর্গ দেখা দিয়ে হোমকোয়ারেন্টিনে থাকার মধ্য দিয়ে ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। বাঁচতে হলে এসব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাস্তবতা হচ্ছে মানুষজন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন। অথচ একজনের উদাসনীতা অন্যের জন্যও বিপদ ডেকে আনতে পারে।