![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fframe-1-20200722164842.jpg)
নব্য জেএমবির নারী শাখার সদস্য আয়েশার দায় স্বীকার
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নব্য জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার সদস্য আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (২২ জুলাই) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।