
বিশ্ব অর্থনীতি ও রাজনীতির মঞ্চে করোনা ভ্যাকসিন
একটা গুমোটবদ্ধ পরিবেশ থেকে সারাবিশ্ব মুক্তি চাইছে। এ বছরের শুরু থেকে করোনানামক যে আপদ ও বিপদের মুখে আমরা পড়ে গিয়েছি তা থেকে বের হওয়াটা খুবই জরুরি। এ জন্য প্রয়োজন মূলত ৩টি জিনিস। ১) হার্ড ইমিউনিটি: মানে বিশ্বের অধিকাংশ মানুষ (৭০-৮০%) এ ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে গেলে অটোমেটিক এর বিস্তার বন্ধ হয়ে যাবে। সে হিসেবে সাড়ে ৫ শ কোটি থেকে ৬ শো কোটি মানুষ আক্রান্ত হতে হবে। ২) ওষুধ আবিষ্কার: এ রোগের বিরুদ্ধে কার্যকরী ওষুধ আবিষ্কার করা- যা প্রয়োগ করলে রোগী ভালো হয়ে যাবে।