বাংলাদেশ থেকে মুক্তি পেল কলকাতার ব্যান্ডের গান

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১০:৫১

বাংলাদেশ থেকে প্রকাশ পেল কলকাতার রক ব্যান্ড লক্ষীছাড়ার নতুন গান 'আলো'। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গান এখন বাংলাদেশের শ্রোতারা শুনতে পারবেন স্বাধীন মিউজিক, জিপি মিউজিক, স্প্ল্যাশ ও ভাইবে। 

লক্ষীছাড়া ভারতে বাংলা রক এর প্রসারে অগ্রগামী একটি ব্যান্ড। তারা ১৯৯৫ সালে মহীনের ঘোড়াগুলি সম্পাদিত 'ঝড়া সময়ের গান'  অ্যালবামে গৌতম চট্টোপাধ্যায়ের গান "পড়াশোনায় জলাঞ্জলি" প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯৭ সালে মহিনের ঘোড়াগুলি সম্পাদিত "মায়া" অ্যালবামে প্রকাশ করে গৌতম চট্টোপাধ্যায়ের "একি কথা শুনি হায়" গানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও