
করোনাকালেও মানুষের জীবন থেমে থাকতে পারে না, থেমে থাকতে পারে না শিক্ষা কার্যক্রমও। এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালাকে বিবেচনা করতে হবে।
প্রতিবছর এপ্রিলে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায়। করোনা সংকটের কারণে এবার মার্চের শেষ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই ফল প্রকাশে বিলম্ব হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় যৌক্তিক কারণেই ভর্তি পরীক্ষা শুরু করতে কিছুটা সময় নিয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা মোটামুটি আগের মতোই আছে।