![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/800/cpsprodpb/1705E/production/_113520349_gettyimages-1147908413.jpg)
করোনাভাইরাস: ঈদে গণপরিবহনের চলাচল স্বাভাবিক থাকায় সংক্রমণের আশঙ্কা
বাংলাদেশে কুরবানির ঈদের ছুটি শুরু হতে এক সপ্তাহের মতো সময় বাকি। এরই মধ্যে প্রিয়জনের সাথে ঈদ করতে শহর ছেড়ে গ্রামে এবং গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সাধারণ মানুষ।
ঈদে এমন চিত্র স্বাভাবিক হলেও করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের সময়ে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত এই ভাইরাস ছড়িয়ে দেয়ার ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
গত রোজার ঈদে কার্যত লকডাউন পরিস্থিতি এবং গণপরিবহণ বন্ধ থাকার কারণে অনেকেই এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারেনি।
কিন্তু কুরবানির ঈদে দূরপাল্লার গণ-পরিবহনে চলাচলে এখন পর্যন্ত সরকারি কোন নিষেধাজ্ঞা না থাকায় এবার বেশি সংখ্যক মানুষ চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকার বাসিন্দা আসমা আক্তার লিমা এরই মধ্যে পরিবার নিয়ে যশোরের চৌগাছায় নিজের গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন।
"রোজার ঈদে বাস ট্রেন সব বন্ধ ছিল এজন্য বাড়িতে ঈদ করতে পারি নাই। ঈদের সময়টাতেই আমাদের সবার সাথে সবার দেখা হয়। তাই কুরবানির ঈদে মিস করবো না। তাছাড়া বাড়িতে বাবা মাও চিন্তা করছে," বলেন মিসেস লিমা।