প্রস্রাবে সংক্রমণ রোধে কী পরিমাণ পানি খাবেন রোজ?
যুগান্তর
প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ১৪:৫১
প্রস্রাবে সংক্রমণ নারী ও পুরুষের জন্য খুবই সাধারণ একটি সমস্যা। বিশুদ্ধ পানি ও খাবার না খাওয়ার কারণে অনেক সময় এই সমস্যা দেখা দেয়। এই রোগে তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। পুরুষের তুলনায় নারীরা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন।
প্রস্রাবে সংক্রমণ কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া (৯৫ শতাংশ) এবং কিছু ক্ষেত্রে ফাঙ্গাস, প্রোটিয়াস, ক্লেবসিলা, সিউডোমনাস প্রস্রাবে সংক্রমণের জন্য দায়ী। এ ছাড়া অনেকের এলার্জিজনিত কারণেও হতে পারে (সাময়িক হতে দেখা যায়)। দীর্ঘসময় মূত্রতন্ত্রে জীবাণু অবস্থান করলেই অথ্যাৎ প্রস্রাব চাপিয়ে রাখলে এই রোগ হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- পানি পান
- ইউরিন ইনফেকশন