প্রীতিলতা কিংবা জাহানারা ইমাম হল থেকে এখন আর কোনো রিকশা এসে থামছে না আমাদের সবার প্রিয় রসায়ন আঙিনায়। এম. এইচ কিংবা সালাম বরকত হল থেকে অনেক স্বপ্নপিপাসু ছাত্ররাও আজ আর ভীড় করছেন না এখানে। টিচার্স কোয়ার্টার কিংবা ঢাকা থেকে স্যার-ম্যাম'দেরও আসতে হচ্ছে না ক্লাস নিতে! পুরো আঙিনা জুড়ে সর্বত্রই একটা শুনশান নীরবতা।ল্যাবের অ্যাপারেটাসগুলো ঠায় পড়ে রয়েছে বেসিনে। ক্লিন করছেন না কেউ। রিয়েক্ট্যান্টগুলো সব বোতল বন্দী৷ বিক্রিয়া হচ্ছে না, তৈরি হচ্ছে না কোন নতুন উৎপাদও। টাইট্রেশনে ব্যুরেট-এর শেষ বিন্দুতেও বীকারে রাখা দ্রবণের কোন রং পরিবর্তন হচ্ছে না! ইনঅরগানিক ল্যাবের লবণগুলোতে ক্যাটায়ন কিংবা অ্যানায়ন নির্ণয় করতেও আসছে না কেউ!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.