করোনা পরিস্থিতির কারণে রাজধানীতে কোরবানির অস্থায়ী পশুর হাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এবছর দুই সিটিতে দুটি স্থায়ী ও ২৪টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত সর্বশেষ খবরানুযায়ী এই মোট ২৬টি হাটের মধ্যে দুটি স্থায়ী ও ১০টি অস্থায়ী হাট চূড়ান্ত করা হয়েছে। ডিএসসিসি ও ডিএনসিসি বলছে, করোনা পরিস্থিতির কারণে তারা এবার জনবহুল এলাকায় হাট বসাতে আগ্রহী নয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে দুই দফা দরপত্র আহ্বান শেষে পাঁচটি অস্থায়ী পশুর হাট চূড়ান্ত করেছে দক্ষিণ সিটি করপোরেশন। বাকি হাটগুলোর বিষয়ে তৃতীয় দফায় টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী ১৯ জুলাই দরপত্র খোলা হবে। উত্তর সিটি করপোরেশনও এপর্যন্ত পাঁচটি অস্থায়ী হাট চূড়ান্ত করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.