
মহামারী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের আন্তর্জাতিকতার গোলকধাঁধায় মানুষ
মানুষ আক্রান্ত হচ্ছে- মরছে! এ খবর এখন গা-সওয়া হয়ে গেছে, পানসে! বাংলাদেশে ত্রাণ-দান-অনুদান-প্রণোদনা-বাজেটের বাস্তবতা এসবও এখন আর তেমন কোনো আলোচ্য বিষয় নয়! এমনকি এক মৌসুমেই দুই দফার বড় বন্যা- এটাও যথাযথ গুরুত্বের জায়গায় নেই। মৃত্যু-ক্ষুধা-দারিদ্র্য-আশ্রয়হীনতা-বন্যা-মহামারী-চিকিৎসা কোনো কিছু নিয়েই মানুষ খুব বেশি বিচলিত বলে মনে হচ্ছে না।