![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020July/bg/bg20200716111039.jpg)
করোনার ক্লান্তি দূর করতে রিলাক্স স্পা বাড়িতেই
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ১১:১০
করোনার মানসিক চাপ, সব সময় সংক্রমণের আতঙ্ক অথবা মাত্রই মহামারি ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। শরীর থেকে বিদায় হয়েছে করোনা, কিন্তু রেখে গেছে রাজ্যের ক্লান্তি, দীর্ঘ অসুস্থতা কাটিয়ে রয়েছেন অবসাদে। যারা করোনা জয় করেছেন কিন্তু এখনো চিকিৎসকের অনুমতি মেলেনি বাইরে যাওয়ার, আবার যারা করোনার ভয়ে বাইরে যাচ্ছেন না। সবার জন্যই প্রয়োজন মানসিক প্রশান্তি পাওয়ার মতো কিছু করা।