![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2020/07/shushanto-purnia-chawk.jpg)
সুশান্তের নামে রাস্তা
প্রয়াত হওয়ার এক মাস পূর্ণ হচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তারপরেও যেন তাকে ভুলতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা। বার বার আঁকড়ে ধরছেন তার স্মৃতি! আর তাই তো এবার সুশান্তের স্মরণে তার নামে রাস্তার নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিহার প্রশাসন। বিহারের পূর্ণিয়ার স্থানীয় নাগরিকরা মনে করছেন এটি সবচেয়ে ভালো উপায় হবে সুশান্তকে শ্রদ্ধা জানানোর।