বর্তমান ব্যস্ত সময়ে জীবনযাপনের অনেক গুরুত্বপূর্ণ দিক আমরা এড়িয়ে যাচ্ছি অবহেলায়। করোনাভাইরাসের এই সময়ে পরিবর্তন স্বাভাবিক জীবনযাত্রায়। বদলে গেছে খাবারের ধরনও। বাড়িতে থাকার কারণে অনেক সামনে যা পাচ্ছেন, তাই খেয়ে নিচ্ছেন। মেনে চলছেন না রুটিনও। ফলে নানারকম সমস্যা দেখা দেয় শরীরে। দেখা দিতে পারে পাইলসের মতো সমস্যাও।
পাইলসের মূল কারণ হলো খাদ্যাভাস ও অনিয়মিত জীবনযাত্রা। পাইলস সাধারণত দুই প্রকার। প্রথমটি হলো এক্সটার্নাল পাইলস, যাকে ব্লাইন্ড পাইলসও বলে। দ্বিতীয়টি হলো ইন্টারনাল পাইলস, যাকে ব্লিডিং পাইলসও বলে। ইন্টার্নাল পাইলস খুবই বিপদজনক। কারণ, এর থেকে প্রায়শই রক্তক্ষরণ হতে দেখা যায়। রক্তক্ষরণ দীর্ঘস্থায়ী হলে মলদ্বারে ক্যান্সারও হতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.