গরুর মাংসের শাহী রেজালা তৈরির সঠিক ও সহজ রেসিপি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ১৩:৫৯

কিছুদিন পরেই কোরবানির ঈদ। আর কোরবানির ঈদে গরুর মাংসের শাহী রেজালা খুবই জনপ্রিয়। খেতে খুব সুস্বাদু হওয়ায় পারায় সবারই আবদার থাকে শাহী রেজালা খাওয়ার। তবে অনেকেই এর সঠিক রেসিপি না জানায় এটি ভালোভাবে রান্না করতে পারেন না। তাই চলুন জেনে নেয়া যাক গরুর মাংসের শাহী রেজালা তৈরি করার সঠিক ও সহজ রেসিপিটি- 

উপকরণ: ১ কেজি গরুর মাংস, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা ও রসুন বাটা, হলুদ জিরা ও ধনে গুঁড়া, কেওড়া জল ও কিশমিশ, আলু বুখারা ও টক দই, বাদাম বাটা ও চিনি, কাঁচা মরিচ বাটা বা পেস্ট, জয়ফল-জয়ত্রী-পুস্তদানা, গরম মসলা (এলাচি- দারুচিনি), তেজপাতা ও তেল, লবণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও