করোনাকালে অনলাইন লেনদেনে সুরক্ষিত থাকবেন যেভাবে
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ০৮:০৭
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে নানা রকম বিধিনিষেধ, লকডাউন। আর এর জেরে বন্ধ স্কুল, কলেজ, অফিস-আদালতসহ বিভিন্ন কর্মসংস্থান। অফিসের কাজ বাড়িতে থেকেই হচ্ছে। ‘ওয়ার্ক ফ্রম হোমে’ই অভ্যস্ত হয়ে পড়ছেন কর্মচারীরা। সংক্রমণের ভয়ে খোলা নেই অধিকাংশ দোকানপাটও। তাই এখন অনলাইন শপিংই একমাত্র ভরসা।
এ পরিস্থিতিতে গ্রাহকের দুর্বলতা বা অজ্ঞতার সুযোগ নিয়ে অসংখ্য প্রতারক ও জালিয়াতি চক্র গজিয়ে উঠেছে মাঠে। তারা জনগণকে সমানে প্রতারিত করে যাচ্ছে। অসহায় মানুষগুলো চরমভাবে আর্থিক ক্ষতগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে সঠিকভাবে অনলাইনে লেনদেন করলে আপনার সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে।