করোনাকালে বাজারে আসা মিডরেঞ্জের যত ফোন

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১৪:১২

করোনার এই সময়ে বেড়েছে স্মার্টফোন নির্ভরতা। আর বাজারেও নতুন স্মার্টফোন এনেছে ব্র্যান্ডগুলো। এক্ষেত্রে দামের বিষয়টি মাথায় রেখেছে তারা। আর রেখেছে ব্যাটারির মান ও গতির দিকে নজর।

স্মার্টফোন বাজার বিশ্লেষকরা বলছেন, করোনাকালে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। ভিডিও এবং ফটোগ্রাফির পাশাপাশি ভালো পারফরমেন্সের ফোন চান ক্রেতারা। বেশি দামের ফোনে তা পাওয়া সম্ভব হলেও এখন অনেকের পক্ষে সেগুলো কেনা কঠিন। তাই মধ্য ক্রয়সীমার ফোন বেচাকেনা বাড়ছে। মিডরেঞ্জ ফোনগুলোর মধ্যে পারফরমেন্স, দাম ও বৈচিত্র্য বিবেচনায় ভিভোর ওয়াই৫০ এগিয়ে রয়েছে। আর সংখ্যা বিবেচনায় শাওমি সবচেয়ে বেশি মিডরেঞ্জের ফোন বাজারে এনেছে। এক সময়ের ফিচার ফোনের শীর্ষ দুই ব্র্যান্ড নকিয়া এবং এলজি নতুন ফোন বাজারে আনেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও