দিবা নার্গিস কি অভিনয় ছেড়েই দিলেন
নব্বই দশকের শুরুর দিকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দিবা নার্গিস। ‘পাথরসময়’ ধারাবাহিকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছিলেন। অভিনয় করেছিলেন গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ ছবিতেও। এ দেশের প্রথম ডেইলি সোপ ‘জোয়ারভাটা’ নাটকে অভিনয় করেছিলেন। ‘কোথাও কেউ নেই’, ‘শোধ’, ‘বাবা’ ইত্যাদি নাটকে তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল। তাঁর বাবা প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আল–মামুনের প্রতিষ্ঠিত থিয়েটার স্কুলে পড়েছেন দিবা নার্গিস। নাট্যদল ‘থিয়েটার’–এর নাটকে অভিনয় করেছেন। মঞ্চ থেকে শিখে টিভিতে গিয়েছেন।
পেয়েছেন দর্শকপ্রিয়তা। থিয়েটার ছেড়েছেন বহু বছর আগে। টিভি না ছাড়লেও অনিয়মিত। এতটাই অনিয়মিত যে দর্শকেরা প্রায়ই তাঁকে প্রশ্ন করেন, তিনি অভিনয় ছাড়লেন কেন! শমী, বিপাশা, মিমিদের মুখ পর্দায় কদাচিৎ ভেসে উঠলেও দিবা কেন ডুব মেরে আছেন? এই প্রশ্ন নিয়ে আমরা যোগাযোগ করি একসময়ের প্রিয় মুখের সঙ্গে।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেত্রী
- বাংলা নাটক
- দিবা নার্গিস