কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউন ওয়ারীতে নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত

প্রথম আলো ওয়ারী থানা প্রকাশিত: ১০ জুলাই ২০২০, ২২:৫২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ারীতে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বাড়ছে। এখানে আজ শুক্রবার লকডাউনের এক সপ্তাহের মাথায় কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ৪৮ জন; যা সংগৃহীত নমুনার প্রায় ৫০ শতাংশ।

নমুনা পরীক্ষায় এমন ফলাফল ওয়ারীর করোনা সংক্রমণের সঠিক চিত্র উঠে এসেছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখন ওয়ারী করোনা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। সংক্রমিত পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। এই এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে হবে। তবে আজ শুক্রবার বিভিন্ন অজুহাতে কয়েকজনকে লকডাউন এলাকা থেকে বের হতে দেখা গেছে।

লকডাউনের সপ্তম দিন আজ ওয়ারীতে পাঁচজন করোনায় সংক্রমিত হয়েছেন। এ ছাড়া ওয়ারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী বুথে করোনা পরীক্ষায় নমুনা দিয়েছেন আরও ১৫ জন। কাল শনিবার পরীক্ষার ফলাফল জানানো হবে বলে জানিয়েছে আইইডিসিআর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও