কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা: দিল্লির প্রতিশ্রুতির প্রতিফলন চায় ঢাকা
ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ঘিরে বিক্ষোভ নিয়ে ঢাকার উদ্বেগের জবাবে দিল্লির তরফে যে প্রতিশ্রুতি এসেছে, তা প্রতিফলন দেখতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার বিকালে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেছেন, “ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।
“এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বাংলাদেশ আশা করে, এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে।”
তলবের জবাবে ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া পাওয়া গেছে, সাংবাদিকদের সেই প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য এল।
শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও হাই কমিশনারের বাসার সামনে বিক্ষোভ করে নানা ধরনের হুমকি দিয়ে যায় একটি চরমপন্থী হিন্দু সংগঠনের নেতাকর্মীরা।
এরপর সোমবার আগরতলায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ এবং শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে।
দিল্লি, কলকাতা এবং মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ঘোষিত কর্মসূচির মধ্যে মঙ্গলবার সকালে ঢাকার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।