মহীনের ঘোড়াগুলির ব্যান্ডের রঞ্জন ঘোষাল মারা গেছেন

কালের কণ্ঠ ভারত প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১৩:২৯

ভারতের শিল্পী মহলে আরও একবার ছন্দপতন। চলে গেলেন মহীনের ঘোড়াগুলি খ্যাত শিল্পী রঞ্জন ঘোষাল। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গের বাংলা সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। মহীনের ঘোড়াগুলি'র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল। বয়স হয়েছিল ৬৫ বছর। তবে শুধু সঙ্গীতের দুনিয়াতেই তাঁর বিচরণ ছিল এমনটা নয়, লেখক ও নাট্যব্যক্তিত্ব হিসাবেও তিনি সমাদৃত হয়েছেন।

স্ত্রী সঙ্গীতা ঘোষাল ও দুই পুত্রের সঙ্গে ভারতের বেঙ্গালুরুতেই পাকাপাকি বসবাস করতেন রঞ্জন ঘোষাল। বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই চিরঘুমের দেশের চলে গিয়েছেন রঞ্জন ঘোষাল, এমনটাই জানিয়েছে পরিবার। হাইপ্রেসারের সমস্যা ছিল তাঁর। পাশাপাশি গত বছর তাঁর বিরুদ্ধে মিটু অভিযোগ উঠায় মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন এই শিল্পী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও