তেলাপোকা দূর করতে তিন কার্যকরী ঘরোয়া পদ্ধতি
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ০৯:৪৪
তেলাপোকাকে আপাত দৃষ্টিতে নিরীহ গোছের সাধারণ পোকা মনে হলেও এটি অত্যন্ত ক্ষতিকর! কারণ, তেলাপোকা ময়লা আবর্জনা থেকে উঠে আপনার সারা ঘরময় ঘুরে বেড়ায়, খাবার-দাবারের উপর হেঁটে বেড়ায়। ফলে তেলাপোকার গায়ে বা পায়ে লেগে থাকা ক্ষতিকর জীবাণু আমাদের খাবারের সংস্পর্শে আসে আমাদের ক্ষতি করে।
তেলাপোকা তার গায়ে বা পায়ের সঙ্গে নানা ক্ষতিকর রোগ-জীবানু বহন করে বেড়ায়। নানা রোগ-জীবানু ছড়ায়। তাই ঘর-বাড়ি থেকে তেলাপোকা দূর করা অত্যন্ত জরুরি। বাড়িকে তেলাপোকামুক্ত করতে অনেকেই বাজারে উপলব্ধ একাধিক রাসায়নিক যুক্ত দামি স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও বাড়ি থেকে তেলাপোকার উপদ্রব চিরতরে বন্ধ করা যায় না। তবে ঘরোয়া পদ্ধতিতেই তেলাপোকাকে বিদায় করতে পারেন ঘর থেকে।
- ট্যাগ:
- লাইফ
- টিপস এন্ড ট্রিকস্
- তেলাপোকা নিধন