মুখের ক্ষত দ্রুত দূর করার ঘরোয়া উপায়

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১০:০৮

কামড়ে লেগে, গরম খাবার বা তরল কিছু খেয়ে মুখ পুড়ে বা ফোসকা পড়ে যেতে পারে। এছাড়া দাঁত ব্রাশ করার সময় খোঁচা লেগে মুখের ভিতর ক্ষত হতে পারে। যেকোনো কারণে মুখে বা ঠোঁটের ভেতরের অংশে ক্ষত হলে বেশ কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই সমস্যা থেকে মুক্তি পতে ঘরেই কিছু উপায় অবলম্বন করতে পারেন।

চলুন জেনে নিই এমন কয়েটি পদ্ধতি- কয়েকটি তুলসি পাতা পানিতে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। তুলসি পাতাসহ ওই পানি দিনে অন্তত তিন থেকে চারবার খেতে পারলে মুখের ঘা দ্রুত সেরে যাবে এবং একই সঙ্গে মুখের ঘা হওয়ার প্রবণতাও কমিয়ে দেবে। এক চামচ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে অন্তত ৩-৪ চারবার মুখের ক্ষত স্থানে লাগান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও