মেধা ও কর্ম দিয়ে প্রজন্মের প্রতিনিধি হয়েছিলেন এন্ড্রু কিশোর
চ্যানেল আই
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৭:২৪
এন্ড্রু কিশোর এবং আমার দুজনের জন্মস্থান রাজশাহীতে। যেখানে তিনি গান শিখেছেন আমিও সেখানে গান শিখেছি। পরোক্ষভাবে একই ওস্তাদ আবদুল আজিজ বাচ্চুর কাছে দুজনেই গান শিখেছি। আমরা দুজনেই রাজশাহী গভর্মেন্ট কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। কাজেই তার সাথে আমার কতটা আন্তরিকতার ঋদ্ধতা এটা বলার অপেক্ষা রাখে না।
এন্ড্রু কিশোর এর সাথে লম্বা পরিচয়ে আমি দেখেছি তিনি সংগীতে একেবারেই অনুরক্ত নিবেদিতপ্রাণ ছিলেন। অনেকেই ব্যস্ততার কারণে সকালে উঠে তানপুরা নিয়ে রেওয়াজ করতে ভুলে যায় কিন্তু এন্ড্রু কিশোর যতই ব্যস্ত থাকুন না কেন দেশের বাইরে থাকলেও তিনি রেওয়াজ করতে ভুলতেন না। আরো একটা বিষয় দেখেছি এন্ড্রু কিশোর গায়ে পড়ে কারও সঙ্গে বন্ধুত্ব করতে যেত না। তার আরও একটা গুণ ছিল সিনিয়রদের দেখলেই পায়ে ধরে সালাম করতেন তার ছোটদের স্নেহ করতেন।