You have reached your daily news limit

Please log in to continue


স্টনিয়ারের সঙ্গে চুক্তি নবায়ন করল বিসিবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগার যুবাদের অসামান্য সাফল্যের নেপথ্যের নায়ক হিসেবে দেখা হয় অভিজ্ঞ ফিটনেস ট্রেনার রিচার্ড স্টনিয়ারকে। ২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের ট্রেনার হিসেবে কাজ শুরু করেন স্টনিয়ার। বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের ফিটনেস যেন তার নিজের হাতে গড়া। সফলতা তো স্পষ্টই- তার অধীনে দল জিতেছে বিশ্বকাপ। স্টনিয়ারের সঙ্গে বোর্ডের চুক্তি নবায়ন অনুমিতই ছিল। এই ইংলিশম্যানের সঙ্গে চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়ে দুর্দান্ত সাফল্য এনে দেওয়া স্টনিয়ার ২০২২ সাল পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই সুখবর জানিয়েছেন স্টনিয়ার নিজেই। বিশ্বজয়ের পর নতুন করে দায়িত্ব পাওয়াকে ‘স্বপ্নপূরণ’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন