করোনায় মুখে খাবারের স্বাদ না পাওয়া

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১১:১৮

Ageusia (আগুশিয়া) মানে হলো জিহ্বার স্বাভাবিক স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যাওয়া। যেমন মিষ্টি, তিতা, টক জাতীয় খাবারের স্বাদ পরখ করতে না পারা।   এই সমস্যা সাধারণত ৫০ বছরের ওপরের মানুষদের বেশি দেখা যায়।  তবে বর্তমানে করোনা মহামারিতে অনেক করোনা পজিটিভ রোগীদের এই সমস্যা দেখা যাচ্ছে।

যদিও Ageusia বড় কোনো সমস্যা নয়, তবে যদি একবার এই সমস্যা দেখা দেয় সে ক্ষেত্রে অবশ্যই এর কারণ নির্ণয় করে তার যথাযথ চিকিৎসা করতে হবে।    অনেক সাধারণ কিছু সমস্যা যেমন সাধারণ সর্দি কাশি, ফ্লু রোগ, সাইনোসাইটিস  ও স্যালিভারি গ্লানডের প্রদাহের আপনার জিহ্বার স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যায়।  এ ছাড়াও ধূমপান, দাঁতের মাড়ির রোগ, থায়রয়ড, ক্যান্সারের ওষুধ সেবনেও এই সমস্যা দেখা দিতে পারে। কিছু অটো ইম্যিউনো রোগ, যা মুখ ও চোখ কে শুষ্ক রাখে তা থেকেও এই সমস্যা দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও