You have reached your daily news limit

Please log in to continue


পেশী বাড়াচ্ছেন ক্রিস হেমসওয়ার্থ, হাল্ক হোগান রূপে আসবেন পর্দায়

আমেরিকার জনপ্রিয় রেসলার হাল্ক হোগানের বায়োপিক তৈরির খবর ঘোষণা করা হয়েছিল গত বছর। জানা গিয়েছিল এই ছবিতে হাল্ক হোগানের চরিত্রে দেখা যাবে ক্রিস হেমসওয়ার্থকে। ক্রিস জানিয়েছেন, ছবির প্রস্তুতি চলছে। ক্রিস হেমসওয়ার্থ জানান, তিনি ছবিটি নিয়ে খুবই এক্সাইটেড। ‘জোকার’ নির্মাতা টোড ফিলিপস-এর এই ছবির জন্য তিনি নিজের শরীরকে আরও পেশীবহুল করছেন বলে জানিয়েছেন। ব্রিটিশ ম্যাগাজিন টোটাল ফিল্মে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এই ছবিতে কাজ করতে ভালো লাগবে। কারণ এই ছবির প্রস্তুতি নিতে হচ্ছে শারীরিকভাবে। আমাকে আকারে এতটাই বাড়তে হচ্ছে যতটা কখনই ছিলাম না, এমনকি থরেও না।’ ক্রিস আরও বলেন, ‘ছবির জন্য ভাষা এবং শারীরিক কাঠামো নিয়ে কাজ করতে হচ্ছে। আমাকে রেসলিং জগতের সম্পর্কেও ভালো করে জানতে হচ্ছে।’ ক্রিস হেমসওয়ার্থ জানান, তিনি এখনও ছবির স্ক্রিপ্ট দেখেননি। ছবির কাজ পুরোদমে চলছে। তবে ছবির শুটিং শুরু হতে এখনও অনেক দেরী। ধারণা করা হচ্ছে, বায়োপিকে দেখানো হবে ফ্লোরিডা রেসলিং সার্কিট থেকে কিভাবে অ্যান্দ্রে দ্য জায়ান্টের সঙ্গে কুস্তি করে হাল্ক হোগান ওয়ার্ল্ড রেসলিং ফেডেরেশনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন