কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কড়া নিরাপত্তায় শুটিংয়ে ফিরছেন অপূর্ব-মেহজাবীন ও তিশা

জাগো নিউজ ২৪ 1. বাংলাদেশ প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৭:৩৩

করোনায় গ্রাস করেছে সার দুনিয়া। লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে মরণঘাতি এই ভাইরাসের শিকার হয়ে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কোটি। এমনি অবস্থায় দীর্ঘদিন স্থবির হয়ে ছিলো বলা চলে গোটা বিশ্বই। তবে সময়ের স্রোতে করোনার ভয় কাটিয়ে উঠছে মানুষ। বাংলাদেশেও ধীরে ধীরে খুলে দেয়া হচ্ছে সবকিছু। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছেন সবাই। ঘরবন্দী সময়কে পেছনে ফেরে ফিরছেন কাজে-কর্মে। একইভাবে আবারও কাজ শুরু করেছেন শোবিজের মানুষেরা।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শুরু হয়েছে শুটিং। অনেক তারকারাও আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে শুটিং শুরু করেছেন। সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। প্রায় চার মাস পর শুটিংয়ে ফিরছেন তারা। আগামী ৭ জুলাই একটি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন জনপ্রিয় এ জুটি। নাটকের নাম ‘প্রাণপ্রিয়’। এটি পরিচালনা করবেন মিজানুর রহমান আরিয়ান। শুটিংয়ে ফেরার আগে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। করোনা থেকে নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ইউনিটের সব কলাকুশলীদের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরায় আনন্দিত অপূর্ব। তিনি জাগো নিউজকে বলেন, ‘এতোটা সময় কখনো ঘরে বসে কাটাইনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে এতগুলোদিন বাসায় ছিলাম। পাশাপাশি আমার পরিবারের চিন্তা করেও কাজে ফিরিনি। কিন্তু পরিচালকরা এমনভাবে অনুরোধ করছেন যার ফলে আর ঘরে বসে থাকা যায় না। কারণ এই শোবিজও আমারও পরিবার। এখানকার অনেকের জীবীকার সাথে আমি জড়িত। সবার কথা চিন্তা করেই বেঁচে থাকতে হয়। তাই অবশেষে কাজে ফিরছি। তবে খুব সতর্কতা মেনে চলবো।’

তিনি জানান, নাটকের প্রযোজক শিল্পীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। অপূর্ব বলেন, ‘কাজ করতে গিয়ে যদি দেখি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তাহলে আমি সোজা বাসায় চলে আসবো। কারণ নিরাপত্তাটা খুব জরুরি। যে কাজটাই করবো সেটা খুব নিরাপত্তা মেনেই করবো। সামনে ঈদ, তাই পরিচালকরা অনুরোধ করছেন। এটা স্বাভাবিক। তবে এবার অন্যান্যবারের অনেক বেশি কাজ করতে পারবো না।’ নাটকটির প্রযোজক শাহেদ আলী জানান, ‘নাটকের পুরো টিমের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুটিংয়ের কারিগরি দলের সদস্য কমানো হয়েছে। সেইসাথে বাড়তি খরচ করে পুরো টিমের করোনা পরীক্ষা করিয়েছি। যে ক’দিন শুটিং চলবে; নায়ক, নায়িকা, পরিচালক ছাড়া টিমের লোকের বাইরে বের হওয়া নিষেধ। সেটে বাইরে থেকে অন্য কারো আসাও নিষেধ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও