টাস্কফোর্সে প্রতিবেদন জমা দিলো পিডিবি, জড়িত নেই কেউ
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৮:৫৫
ভুতুড়ে বিলের বিষয়ে তদন্ত করতে বিদ্যুৎ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত টাস্কফোর্সে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে এ অঞ্চলে কাউকে অভিযুক্ত করা হয়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। আমরা তদন্ত করে দেখেছি এ অঞ্চলে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ তা সত্য নয়। যে কয়েকটি পেয়েছি তা ঠিক করে দিয়েছি। লিখতে গিয়ে অনিচ্ছাকৃত কিছু ভুল পেয়েছি তাও সংশোধন করে দিয়েছি।
গত ২৫ জুন বিদ্যুৎ বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়। সাত দিনের মধ্যে ভুতুড়ে বিলের সমাধান না করতে পারলে বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য শাস্তি দেওয়ার কথা বলে এ টাস্কফোর্স।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ৪ সপ্তাহ আগে