অন্ধ সমালোচনা গণতন্ত্রের জন্য সহায়ক নয়: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ''অবশ্যই সরকারের ভুল যে কেউ ধরিয়ে দিতে পারে। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটি থাকতে হবে। আমরা সেটিতে বিশ্বাস করি। আমরা মনে করি, সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক। কিন্তু অন্ধের মতো সমালোচনা বা 'যারে দেখতে নারি, তার চলন বাঁকা' সেই মনোবৃত্তি থেকে সমালোচনা গণতন্ত্রের জন্য কখনো সহায়ক নয়।'' শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে করোনাকালে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, 'আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে করোনা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছি। এখনো পর্যন্ত করোনার কারণে বাংলাদেশে মৃত্যুর হার ভারত-পাকিস্তানের চেয়ে কম, ইউরোপ-আমেরিকার চেয়ে অনেক কম।
আমরা যদি সঠিকভাবে মোকাবিলা করতে না পারতাম, মৃত্যুর হার ভারত-পাকিস্তানের চেয়ে অন্তত বেশি হতো।'উন্নয়ন অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেজন্য সবাই মিলে এই মহামারি মোকাবিলা করে দেশ ও অর্থনীতিকে রক্ষার আহ্বান জানান তথ্যমন্ত্রী। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে'র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে'র যুগ্ন মহাসচিব মহসিন কাজী প্রমুখ।
হাছান মাহমুদ বলেন, 'করোনার প্রাদুর্ভাবের শুরুতে চট্টগ্রামে চিকিৎসাক্ষেত্রে নানা সমস্যা ছিল। আমি তিনবার এসে এখানে মিটিং করেছি। চট্টগ্রামের প্রশাসন ও সব মন্ত্রী-এমপিরাও ছিলেন। পরিস্থিতি দু'মাস আগে যা ছিল তারচেয়ে এখন অনেক ভালো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.