এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

ডেইলি স্টার জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা আটটি দল একসঙ্গে কাজ করে আসছিলাম। আমাদের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


জামায়াত আমির বলেন, কিছুক্ষণ আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। তারা এখানে আসার সময়-সুযোগ পাননি। দলীয় পরিসরে মিটিং করে আজ রাতে তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি আপনাদের জানিয়ে দেবেন।


তিনি আরও বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আমাদের সবার কথা বলেছেন। তাদের সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছেন। তারা আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত আপনাদের জানাবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও