সারাদেশে মনোনয়নপত্র সংগ্রহ ২৭৮০টি, দাখিল ৩১

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা সারাদেশে ২৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে দাখিল করেছেন মাত্র ৩১টি।


রোববার বিকাল ৪টা পর্যন্ত হালনাগাদ করা এ পরিসংখ্যান তুলে ধরেছে ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটি।


প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে, যার সময় শেষ হবে সোমবার।


সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫০১টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। এছাড়া রংপুর থেকে ২৮৩টি, রাজশাহী থেকে ২৬৯, খুলনা থেকে ৩০২, বরিশাল থেকে ১৬১, ফরিদপুর থেকে ১৪৫, ময়মনসিংহ থেকে ৩৩৯, সিলেট থেকে ১২৭, কুমিল্লা থেকে ৪০৫ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২৪০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


এর মধ্যে সবচেয়ে বেশি ৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ফরিদপুরে। এছাড়া ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে ৭টি করে, রংপুরে ৩টি, ঢাকা ও চট্টগ্রামে ২টি করে এবং খুলনা ও সিলেট অঞ্চলে ১টি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আর রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে কোনো মনোনয়নপত্রই দাখিল করা হয়নি।


সাধারণত জমার শেষ দিনে বেশির ভাগ মনোনয়নপত্র দাখিল করা হয়ে থাকে। এবারও প্রার্থীরা শেষ দিনকেই যে বেছে নিচ্ছেন, তা সমন্বয় কমিটির চিত্রই বলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও