এই এনসিপির অংশ আমি হচ্ছি না: মাহফুজ
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তিনি ‘এই এনসিপির’ অংশ হচ্ছেন না।
জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট বাঁধার ঘোষণা আসার কয়েক ঘণ্টা পর রোববার রাতে ফেইসবুক পোস্টে তিনি লেখেন, "বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এই এনসিপির অংশ হচ্ছি না।”
তিনি বলেন, “আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়।
"কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা পর থেকেই শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে এনসিপি। ইতোমধ্যে তারা শতাধিক আসনে প্রার্থীও ঘোষণা করেছে।
এছাড়া গেল ৭ ডিসেম্বর এনসিপির নেতৃত্বে আত্মপ্রকাশ করে তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এ জোটের বাকি দুই দল হলো এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।