You have reached your daily news limit

Please log in to continue


অভিনব কায়দায় মানব কম্পিউটারের বায়োপিক মুক্তির ঘোষণা

করোনা আবহে সিনেমা হল খোলার এখন কোনো সম্ভাবনা নেই। তাই পূর্বে নির্মিত সিনেমাগুলো একে একে অনলাইন রিলিজের পথেই হাঁটছেন প্রযোজকরা। ইতোমধ্যেই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত ‘গুলাবো সিতাবো’। এবার এই প্লাটফর্মেই মুক্তি পাচ্ছে মানব কম্পিউটার খ্যাত শকুন্তলা দেবীর বায়োপিক। আমাজন প্রাইম একটি ভিডিও প্রকাশ করে বিদ্যা বালান অভিনীত ‘শকুন্তলা দেবী’র মুক্তির তারিখ ঘোষণা করেছে। আর সে তারিখটা ঘোষিত হয়েছে অভিনব কায়দায়। ভিডিওটিতে বিভিন্ন রকম গণিতের সমাধানের কথা বলেছেন বিদ্যা বালান। এমন কিছু অঙ্ক যা মুহূর্তে সমাধান করা দুঃসহ ব্যাপার। ওই অঙ্কের মধ্যেই লুকিয়ে ‘শকুন্তলা দেবী’র মুক্তির দিন। ভিডিওয় বিদ্যা বালান জিজ্ঞাসা করেন, (৪৩১ x ১০২ + ৯৮৪২১ – ১৪৮৭ x ৪৬) x ৩৭৮০ ÷ ৯ কত হয়? এর উত্তরও তিনি দিয়েছেন, ৩১০৭২০২০। অর্থাৎ ৩১ জুলাই ২০২০ তারিখে মুক্তি পাবে মানব কম্পিউটর শকুন্তলা দেবীর বায়োপিক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন