৬৭তম ফিল্মফেয়ারে সেরা হলেন কারা

প্রথম আলো প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ১৭:৩৫

১৯৮৩ সালের বিশ্বকাপে ক্রিকেট ভারতীয় ক্রিকেট দল শিরোপা জিতবে—প্রতিযোগিতা শুরুর আগে খোদ ভারতীয় ক্রিকেটাররাই এ কথা বিশ্বাস করতেন না। অনেকে তো গ্রুপ পর্ব শেষে ঘুরতে যাওয়ার বিমান টিকিটও কেটে রেখেছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই দলই শিরোপা জিতে ঘরে ফেরে। ক্রিকেটের নানা ঘটনা, ক্রিকেটারদের অনেকগুলো বায়োপিক হওয়া বলিউডে সেই ঘটনা নিয়ে যে এত দিন সিনেমা হয়নি, সেটা বড় আশ্চর্য। তবে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের সেই ঘটনা পর্দায় নিয়ে আসেন কবীর খান। গত বছর মুক্তি পায় তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘৮৩’।


ছবিতে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করে ভূয়সী পান রণবীর সিং। অভিনেতা এবার জিতলেন পুরস্কার। ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর। ৩০ আগস্ট রাতে মুম্বাইতে এ পুরস্কার ঘোষণা করা হয়।


পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি শ্যানন। ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমা ‘মিমি’-তে অভিনয় করে সাধারণ দর্শক থেকে আলিয়া ভাট, বিদ্যা বালানের মতো তারকাদের প্রশংসা কুড়িয়েছিলেন কৃতি। অনেকেই ধারণা করেছিলেন, ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার তিনিই বাগাবেন। সেটাই সত্যি হলো। রণবীরকে পুরস্কার তুলে দেন তাঁর স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।


একনজরে ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস


সেরা অভিনেতা: রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধাম)
সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)
সেরা পরিচালক: বিষ্ণু বর্ধন
সেরা ছবি (জনপ্রিয় ক্যাটাগরি): শেরশাহ
সেরা ছবি (সমালোচক ক্যাটাগরি): সর্দার উধাম
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): সাই তামহাঙ্কর (মিমি)
সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ (সর্দার উধাম)
সেরা নবাগত অভিনয়শিল্পী (পুরুষ): ইহান ভাতফর (নাইনটি নাইন সং)
সেরা নবাগত অভিনয়শিল্পী (নারী): শর্বরী ওয়াগ (বান্টি অওর বাবলি টু)
সেরা নবাগত পরিচালক: সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)
সেরা মিউজিক অ্যালবাম: শেরশাহ
সেরা গীতিকার: কৌশর মুনির, লেহরা দো (৮৩)
সেরা গায়ক: বি প্রাক, মান ভারিয়া ২.০ (শেরশাহ)
সেরা গায়িকা: আসিস কৌর, রাতা লামবিয়া (শেরশাহ)
সেরা সিনেমাটোগ্রাফি: অভিক মুখোপাধ্যায় (সর্দার উধাম)
আজীবন সম্মাননা পুরস্কার: সুভাষ ঘাই


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও