চট্টগ্রাম: প্রায় এক মাস পর চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের সব টিকিট বিক্রি হয়েছে। ট্রেনটি গত ৩ জুন থেকে চলাচল শুরু করে।বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেল সোয়া পাঁচটায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।
যাত্রী সংকটের কারণে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায়। সুবর্ণ, উদয়ন ও মেঘনা এক্সপ্রেস ট্রেন চললেও যাত্রীসংকট ছিলো।
বৃহস্পতিবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ৪৫৪টি টিকিটের বিপরীতে ২৪৫টি টিকিট বিক্রি হয়। এ ছাড়া উদয়ন এক্সপ্রেস ট্রেনে ৩১৮টি টিকিটের মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। ট্রেনটি পৌনে ১০টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেনে সব টিকিট বিক্রি হয়েছে। তবে যতো দিন যাচ্ছে সুবর্ণ ও উদয়নের টিকিট বিক্রি বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে সব ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.